জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রমিক দলের উদ্যোগে ফতুল্লায় দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ৩০ মে ২০২৪, ১৮:২৩, আপডেট: ৩০ মে ২০২৪, ১৮:৪৮
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দল। দোয়া ও মিলাদ মাহফিল শেষে গরিব ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ফতুল্লার ডিআইটি মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক বাদল প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমির হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান।
এছাড়া অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভরপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহালম পাটোয়ারী, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: মুসলিম, ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিলন ঢালী, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন প্রমুখ।