১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিখোঁজের ২ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার

স্বজনদের আহাজারি - ছবি : নয়া দিগন্ত

নিখোঁজের দুই মাস পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার একটি নির্মাণাধীন বাড়ির মাটির নিচে পুতে রাখা ইজিবাইকচালক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) দুপুরে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন থেকে তাকে উদ্ধার করা হয়।

নিহতের নাম বিপ্লব মাতুব্বর। তিনি জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের যদুরদিয়া গ্রামের বাসিন্দা। তিন ভাই ও এক বোনের মধ্যে মেঝ ছেলে বিপ্লব।

খবর পেয়ে নিহত ওই যুবকের পরিবারের সদস্যরা নিহতের পরিচয় নিশ্চিত করেন।

জানা গেছে, গত ১৭ মার্চ দুপুরে প্রতিদিনের মতো বিপ্লব মাতুব্বর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে ২০ মার্চ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে, বুধবার উত্তরকান্দি গ্রামের সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বরের নির্মাণাধীন বাড়ির কাজ করতে গিয়ে রাজমিস্ত্রিরা ভবনের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্যান্ট ও কঙ্কালের অংশ বিশেষ দেখতে পায়। পরে বাড়ির মালিক থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা ও হাতসহ কয়েক টুকরা কঙ্কাল উদ্ধার করে। খবর পেয়ে বিপ্লব মাতুব্বরের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিপ্লবের পরিহিত প্যান্ট ও বেল্ট দেখে তার পরিচয় সনাক্ত করেন।

নিখোঁজের দুই মাস বারো দিন পর ছেলের কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে সেখানে ছুটে যান মা ফাতেমা বেগম ও বাবা শামছু মাতুব্বর। ছেলেকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ শুরু করেন তা মা ও বাবা। কান্না যেনো থামছে না তাদের। বাবা শামছু মাতুব্বর কখনো জ্ঞান হারাচ্ছেন, আবার কখনো নির্বাক চেয়ে আছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল উদ্ধার করে। নিহতের পরিচয় পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement