১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল নৌযান বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল নৌযান বন্ধ - ফাইল ছবি

ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চসহ সব ধরনের ছোট নৌযান বন্ধ রয়েছে।

সোমবার (২৭ মে) সন্ধ্যা ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, গতকাল সকাল ৯টার পর থেকে এ রুটে ৩ নম্বর নৌ হুঁশিয়ারি সঙ্কেত রয়েছে।

রোববার সারাদিন ফেরি চলাচল করলেও রাতে বাতাসের তীব্রতা বেড়ে নদী উত্তাল হয়ে উঠায় গত রাত সারে ৯টায় বন্ধ করে দেয়া হয়েছে।

দৌলতদিয়া ঘাট লঞ্চ ট্রাফিক কর্মকর্তা মো: শিমুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল থেকে লঞ্চ বন্ধ আছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে এ রুটে লঞ্চ চলাচল করবে।

এদিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি ম্যানেজার মো: সালাউদ্দিন জানান, রেমালের প্রভাবে নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে রোববার রাত সারে ৯টা থেকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বুঝে পুনরায় চালু করা হবে।


আরো সংবাদ



premium cement