১৬ জুন ২০২৪
`

রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা

নিহত নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সুমন মিয়া - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থীর লোকদের বিরুদ্ধে।

বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে এবং রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া তার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি এলাকায় নির্বাচনি প্রচার চালানোর সময় প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: রুবেল মিয়া ও তার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইলফোন রিসিভ করেননি।

রায়পুরা ও শিবপুর উপজেলার তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণের জন্য আগামী ২৯ মে দিন নির্ধারণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
জোর করে হারিয়ে দেয়া হয়েছে নেপালকে! বৃষ্টিতে বাতিল ম্যাচ, অপরাজিত থেকেই সুপার এইটে ভারত স্প্যানিশ আর্মাডার ভয়ংকর আক্রমণে বার্লিনে নিশ্চিহ্ন ক্রোয়েশিয়া এবার অস্ট্রেলিয়ার হাঁসের খামারে বার্ড ফ্লুর থাবা চীনের টিকার বিরুদ্ধে গোপন প্রচার চালিয়েছিল যুক্তরাষ্ট্র ৮ ইসরাইলি সৈন্য নিহত : যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার নেতানিয়াহুর ইউরোর ইতিহাসে দ্রুততম গোল করেও হার আলবেনিয়ার এবার উগান্ডাকে লজ্জা উপহার দিলো নিউজিল্যান্ড ডা. মওদুদকে মিডিয়া সেলের আহ্বায়ক ঘোষণা বিএনপির জাপানে মাংসখেকো ব্যাকটেরিয়া, সংক্রমণের ৪৮ ঘণ্টার মধ্যেই নিয়ে নিচ্ছে প্রাণ হামাসের হাতে একদিনেই ৮ ইসরাইলি সেনা নিহত

সকল