রাজবাড়ীর তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
- রাজবাড়ী প্রতিনিধি
- ২২ মে ২০২৪, ১১:১১
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজবাড়ীর তিন উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গোয়ালন্দে মো: মোস্তফা মূন্সী, রাজবাড়ী সদর বীরমুক্তিযোদ্বা এস এম নওয়াব আলী ও বালিয়াকান্দিতে এহসানূল হক বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) ভোট গণনা শেষে রাতে উপজেলার সহকারি রিটানিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোস্তফা মূন্সী ২৯ হাজার ৭৪৫ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রাজবাড়ী সদরে জেলা আওয়ামী লীগ নেতা এস এম নওয়াব আলী ৪৩ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত এবং একই দলের সাবেক ঊপজেলা চেয়ারমান রকিবূল হাসান পিয়াল ১৮ হাজার৭৯৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
আর বাপক হাঙ্গামা ও সহিংতার মাধমে শেষ হওয়া নির্বাচনে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এহসানূল হক ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।