লৌহজংয়ে শোয়েব ও টঙ্গীবাড়িতে আরিফ বিজয়ী
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ২২ মে ২০২৪, ০৯:৪৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিএম শোয়েব (দোয়াত কলম) ও টঙ্গীবাড়ী উপজেলায় মো: আরিফুল ইসলাম হালদার (হেলিকপ্টার) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব (দোয়াত কলম) ভোট পেয়েছেন ৫৬ হাজার ৪৬৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার (কাপ- পিরিচ) পেয়েছেন ৩৫ হাজার ৬৫৩ ভোট।
টঙ্গীবাড়িতে সাবেক উপজেলা চেয়ারম্যান পুত্র মো: আরিফুল ইসলাম হালদার (হেলিকপ্টার) ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করে ৩৯ হাজার ৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ (কাপ- পিরিচ) পেয়েছেন ৩৫ হাজার ৬৫৩ ভোট।