১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গোয়ালন্দে মোস্তফা চেয়ারম্যান ও আসাদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

গোয়ালন্দে মোস্তফা চেয়ারম্যান ও আসাদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচনে মোস্তফা মুন্সি চেয়ারম্যান ও আসাদুজ্জামান চৌধুরী টিয়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) এই নির্বাচনে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি আনারস প্রতিক ২৯ হাজার ৭৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শহিদুল ইসলাম খান ঘোড়া প্রতিক পেয়েছে নয় হাজার ৬১৬ ভোট। এ নিয়ে মোস্তফা মুন্সী টানা দ্বিতীয় বারের মতো গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে টানা দ্বিতীয় মেয়াদে রাজবাড়ী জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী টিয়া প্রতিক নিয়ে ২০ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন তালা প্রতি পেয়েছে ১০ হাাজর ৫২৩ ভোট ও সাইদুর রহমান পলাশ টিউবওয়েল প্রতিক পেয়েছে আট হাজার ৪২৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আফরোজা রাব্বানী কলস প্রতিক নিয়ে ১৫ হাাজর ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহা আক্তার বুলবুলির হাঁস প্রতিক পেয়েছেন ১৪ হাাজর ৬২১ ভোট ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ফুটবল প্রতিক পেয়েছে আট হাাজার ৩০৪ ভোট।


আরো সংবাদ



premium cement