১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে ১০০০ ও ৫০০ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

গাজীপুরে ১০০০ ও ৫০০ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২ - ছবি : নয়া দিগন্ত

গাজীপুর মহানগর পুলিশ নগরীর গাছা থানার উত্তর খাইলকুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোট চার লাখ ৯২ হাজার টাকার ৫০০ ও এক হাজার টাকা মূল্যমানের মোট ৮৮৪টি জাল নোট উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পক্ষিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে শিবলু (৩৯) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রামের মোমেন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২৭)। তারা দু’জন ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে জাল টাকার কারবার করত। এ বিষয়ে আসামি শিবলুর বিরুদ্ধে ২০২২ সালের মার্চে জিএমপি বাসন থানায়ও একটি মামলাও রয়েছে।

প্রেসব্রিফিংয়ে জানানো হয় রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: সাখাওয়াত হোসেনের নেতৃত্বে গাছা পুলিশের একটি অভিযানিক টিম স্থানীয় উত্তর খাইলকুরস্থ বটতলা মোড় মাজার-সংলগ্ন জনৈকা জিনির মালিকানাধীন ছয় তলা বাড়ির চতুর্থ তলার ১২ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় ওই ফ্ল্যাটের একটি কক্ষের ভেতর তোষকের নিচে একটি শপিং ব্যাগের ভেতর রক্ষিত ৫০০ টাকা মূল্যমানের মোট ৭৮৪টি কথিত জাল নোট অর্থাৎ কথিত তিন লাখ ৯২ হাজার টাকা এবং ১০০০ (এক হাজার) টাকা মূল্যমানের মোট ১০০টি কথিত জাল নোট বা মোট কথিত এক লাখ টাকা অর্থাৎ সর্বমোট চার লাখ ৯২ হাজার জাল টাকা উদ্ধার এবং জাল টাকার নোট ক্রয় বিক্রয়ে জড়িত দু’জনকে গ্রেফতার করে।


আরো সংবাদ



premium cement