১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাবিতে প্রফেসর ড. সলিমুল্লাহ খান

সরকারের ইচ্ছের অভাবে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে স্বদেশী ভাষা চালু হয়নি

বক্তব্য রাখছেন ড. সলিমুল্লাহ খান - ছবি : নয়া দিগন্ত

বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, লেখক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেছেন, কেন আমাদের দেশে এখনো উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে স্বদেশী ভাষা চালু হয়নি, এর পেছনে অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে অন্যতম সমস্যা হলো ইচ্ছের অভাব। আমাদের রাষ্ট্র যারা চালাচ্ছেন যদিও তারা গণতন্ত্রের কথা বলেন, তারা জনগণের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র চালাচ্ছেন কিনা সেটি এতে প্রমাণিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিজ্ঞান ভবনের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির গ্যালারিতে‘উচ্চশিক্ষায় বাংলা প্রবর্তনের সমস্যা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ-এর উদ্যোগে গত শুক্রবার (১৭ মে) বিকেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালেহ হাসান নকীব।

সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর ড. মোস্তফা তারিকুল আহসান এবং বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী। সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের নির্বাহী সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন ইমেরিটাস প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম, রাবি প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, প্রফেসর মোহা. এনামুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক আব্দুর রহমান প্রমুখ।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সমাজকর্মীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সলিমুল্লাহ খান আরো বলেন, আমি এটা বলার পক্ষপাতী নই যে বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। তবে পৃথিবীর দশটা ভালো ভাষার মধ্যে বাংলা তো একটি। তাহলে কেন বাংলা উচ্চ শিক্ষার মাধ্যম হতে পারে না? পৃথিবীর সব দেশেই মাতৃভাষা শিক্ষার মাধ্যম হওয়া উচিত। আমাদের অভাবটা কোথায়? আসলে আমাদের ইচ্ছার অভাব। বাংলা ভাষায় যেহেতু বই নেই, তাই আপনাকে ইংরেজিতে পড়তে হবে। আপনি যদি রাশিয়া যান তাহলে রুশ ভাষায় পড়তে হবে। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের লেকচার নোটগুলো প্রকাশ করলে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সেগুলো পড়তে পারতো। সেইসাথে কে কি লেকচার দিচ্ছে সেগুলো জনসম্মুখে পরীক্ষা হয়ে যেত।


আরো সংবাদ



premium cement