শিবপুরে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার
- শিবপুর (নরসিংদী) সংবাদদাতা
- ১৯ মে ২০২৪, ১৪:১৬, আপডেট: ১৯ মে ২০২৪, ১৭:৩৫
নরসিংদীর শিবপুরে পুকুর থেকে মাহফুজা আক্তার (৩০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নে দুলালপুর বাজার এলাকার মাছুম ফকিরের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: মাহফুজুল হক শামীম মোল্লা ও ইউপি সদস্য সোলায়মান এ তথ্য নিশ্চিত করেন।
মাহফুজা আক্তার উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি দত্তেরগাও গ্রামের মফিজ উদদীনের মেয়ে।
স্থানীয় লোকজন জানায়, রোববার সকাল ৮টার দিকে দুলালপুর বাজারের পূর্ব পাশে মাছুম ফকিরের পুকুরে লাশটি ভাসতে দেখেন। পরে আশপাশের লোকজন জড়ো হলে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: মাহফুজুল হক শামীম মোল্লা ও ইউপি সদস্য সোলায়মানকে খবর দেন। খবর পেয়ে তারা দু’জন ঘটনাস্থলে এসে পুকুরে লাশ ভাসতে দেখে শিবপুর মডেল থানাকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে এবং লাশের পরিচয় শনাক্ত করা হয়।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির জানান, ইউপি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরো জানান, মহিলার স্বজনদের মাধ্যমে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তদন্ত করা হচ্ছে, পুকুরে তার লাশ কিভাবে এলো। ঘটনাটি নিয়ে আমরা তদন্ত করছি।’
নিহতের স্বজনরা জানায়, মাহফুজা আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সকালে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুকুরে লাশ ভাসতে দেখি এবং শিবপুর মডেল থানাকে খবর দেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা