সাভারে শিকল দিয়ে কুকুরের সাথে বেঁধে নির্যাতনের সেই মামুন গ্রেফতার
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১৭ মে ২০২৪, ২০:০০
ঢাকার সাভারের হেমায়েতপুরে ৮০০ টাকার জন্য এক রিকশাচালককে কুকুরের সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার দায়ে এক ভাঙারি ব্যবসায়ী মামুন ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মে) গ্রেফতার মামুন ইসলামকে আদালতে প্রেরণ করে বলে জানান সাভারের চামড়া শিল্পনগরীর (ট্যানারি) পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লাহ। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় হাফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ভাঙারির ব্যবসা করতেন।
জানা যায়, এ ঘটনার পর থেকে মামুন ইসলাম মোবাইলে সিম পরিবর্তন করে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। ভুক্তভোগী রবিউল ইসলাম (৪০) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে রাজধানীর শ্যামলীতে পায়ের রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এর আগে তিনি বিভিন্ন এলাকা থেকে ভাঙারি ক্রয় করে মামুনের কাছে বিক্রি করতেন।
পুলিশ জানায়, গ্রেফতার মামুন ইসলাম হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন। মামুন ইসলামের হিন্দুধর্ম থাকাবস্থায় তার নাম ছিল সুকান্ত দাস। তিনি চট্রগাম জেলার সাতকানিয়ার থানার কালিআইশ গ্রামের পরলোকগত সুনীল বরুন দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে ৮০০ টাকার জন্য রবিউল ইসলাম নামের এক রিকশা চালককে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে তুলে এনে বেঁধড়ক মারধর করে গ্রেফতারকৃত মামুন। পরে তাকে কুকুরের সাথে একই শিকল দিয়ে বেঁধে রাখেন। পুলিশ এ খবর জানার পর ঘটনাস্থলে গেলে মামুন আত্মগোপনে চলে যায় এবং ঘটনার পর থেকেই তিনি মোবাইলের সিম পরিবর্তন করে রাজধানীর বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। এ ঘটনায় ভুক্তভোগী রবিউল মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা বলেন, শুক্রবার মামুন ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামুন ইসলাম হিন্দুধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৭ মে ব্যবসার ৮০০ টাকার জন্য রবিউল ইসলাম নামের এক রিকশাচালককে তুলে এনে কুকুরের সাথে একই শিকলে বেঁধে নির্যাতন করে ভাঙারি ব্যবসায়ী মামুন। এ ঘটনায় মামলা হলে মামুন ইসলামকে গ্রেফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা