ফরিদপুর মেডিক্যাল হাসপাতালের স্টোর রুমে রহস্যজনক আগুন
- ফরিদপুর প্রতিনিধি
- ১৬ মে ২০২৪, ১০:৪৮
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর রুমে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হয়। এ নিয়ে এক মাসে তিনবার হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি। পরবর্তীতে জানানো যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ওষুধের কিছু কার্টন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
এ বিষয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ করে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় অন্ধকারে সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, এক মাসের মধ্যে এই হাসপাতালে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। কী কারণে এসব আগুন লাগছে তা খতিয়ে দেখা উচিত।
প্রসঙ্গত, এর আগে ২২ মার্চ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের মর্গে রহস্যজনক আগুনের ঘটনা ঘটে। এরপর ৩১ মার্চ এই হাসপাতালের ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা