ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু
- নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
- ১৪ মে ২০২৪, ১৫:৪৮, আপডেট: ১৪ মে ২০২৪, ১৬:১৬
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় চলন্ত ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে নুরুল আমীন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাগলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল আমীন বন্দরের দত্তবাড় ডাকঘর এলাকার আব্দুল বাতেনের ছেলে।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার পরিবারকে জানানো হয়েছে। খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবার জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে এদিক-সেদিক চলে যান। আজ ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তার কোমরের নিচ থেকে দুই পা আলাদা হয়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা