ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
- ফরিদপুর প্রতিনিধি
- ১৩ মে ২০২৪, ১৬:০৪
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে ভাঙ্গা ও মধুখালী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার (১৩ মে) সকাল ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা-রায়পাড়া আঞ্চলিক সড়কের কাপুড়িয়া সদরদীতে রেললাইনের আন্ডারপাসে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহত ওই যুবকের নাম নিশাত শিকদার (২৮)। তিনি ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের দেলোয়ার শিকদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, বাড়িতে ফেরার পথে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকসহ চালক পালিয়ে গেছে।
জানা গেছে, ট্রাকের চাপায় নিশাত শিকদার (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে।
অপর ঘটনায় ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর-খুলনা মহাসড়কের মাঝিবাড়িতে ঢাকা থেকে মাগুরাগামী মুরগির ফিড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫৩৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছ ও বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন।
নিহত ট্রাক চালকের নাম মো: আশিক হোসেন (২০)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।
মধুখালী ফায়ার সার্ভিসের লিডার কামাল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা