১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এমপি শাহজাহান জয়ের জিহ্বা কেটে নেয়ার হুমকি দিলেন জেলা আ’লীগ নেতা

এমপি শাহজাহান জয়ের জিহ্বা কেটে নেয়ার হুমকি দিলেন জেলা আ’লীগ নেতা - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইল–৮ (সখীপুর-বাসাইল) আসনের এমপি অনুপম শাহজাহান জয়ের জিহ্বা কেটে নেয়ার হুমকি দিলেন একই আসনের সাবেক এমপি ভিবি জোয়াহেরুল ইসলামের সমর্থক টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সদস্য আকরাম হোসেন কিসলু।

শনিবার (১১ মে) বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন কিসলু বলেন, একটি গ্রুপ তৈরি হয়েছে যারা সুসংগঠিত আওয়ামী লীগকে দি-খণ্ডিত করার পায়তারা চালাচ্ছে। তাদের অন্যতম হলেন আপনাদের এলাকার এমপি (অনুপম শাহজাহান জয়)। যিনি ভোটে নির্বাচিত হয়েছেন।

কিসলু অনুপম শাহজাহান জয়কে উদ্দেশে করে বলেন, আপনাকে আমি সাবধান করে দিতে চাই। আপনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের (ভিপি জোয়ারের) বিরুদ্ধে আর যদি কোনো কথা বলেন তাহলে আপনার জিহ্বা থাকবে না। সকল মানুষকে নিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো। আপনি ভালো হয়ে যান।

যাদবপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের৷ সভাপতি ছিলেন যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বসির আহমেদ।

এছাড়াও ওই সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক, উপদফতর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম আতিকুর রহমান, সদস্য আসাদুজ্জামান লিটন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও আজমত আলী প্রমুখ৷

উল্লেখ্য, সখীপুর-বাসাইলের সাবেক এমপি ভিবি জোয়ারের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেয়ার প্রতিবাদে গত ২৫ এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক মানববন্ধনে সাবেক এমপি জোয়াহের এবং বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়ের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল