পলাশ উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ মে ২০২৪, ১৩:৩০
নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো: এরফান আলী সভাপতি ও প্রফেসর মো: সাইফুল হক সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
গতকাল শুক্রবার সকালে পলাশ উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন এই কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী জেলা আইনজীবী সমিতি সদস্য অ্যাডভোকেট কানিজ ফাতেমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, অ্যাডভোকেট আফজালুল কবীর কানন, মো: আওলাদ হোসেন জনি, হাজী মো: শফিকুল ইসলাম স্বপন, মো: গোলাম মোস্তফা, মো: আবুল হোসেন মাস্টার, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ভুইয়া মিলটন, যুগ্ম-সম্পাদক মো: আবুল কালাম দুদু, নিছার আহমেদ খান, অ্যাডভোকেট মো: আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: আবুবকর সিদ্দিক, কোষাধ্যক্ষ আলহাজ্ব সৈয়দ মো: ইকবাল হোসেন, দফতর সম্পাদক মো: ফরহাদ হোসেন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: বশির মেম্বার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আয়শা আক্তার চম্পা, কৃষি বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর মৈশান, যুব বিষয়ক সম্পাদক মো: মাসুদ খান, ছাত্র বিষয়ক সম্পাদক মো: নাজমুল হোসেন সোহেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য আবদুল মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসন, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোরদার করতে হবে।-বিজ্ঞপ্তি