১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অভিনব কায়দায় বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারকালে একজন গ্রেফতার

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার হওয়া মো: নূর আলম - ছবি : নয়া দিগন্ত

অভিনব কায়দায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা (দক্ষিণ) এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার বাসন থানার নলজানী এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিলসহ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মো: নূর আলম (৪০)। তিনি রংপুর মহানগরীর পশুরাম থানার চিলারঝড় এলাকার নয়া মিয়ার ছেলে।

উপ-পুলিশ কমিশনার জানান, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার বাসন থানাধীন নলজানী এলাকায় রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লি:-এর অফিসের সামনে হতে মো: নূর আলমের কাছ থেকে এবং তার দেখানো মতে লোহার তৈরি ড্রামের মুখ কেটে ড্রামের ভেতর কাঠের গুড়ার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ২৮২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানায় রংপুরের পলাতক মাদক ব্যবসায়ী লিটনের (৩০) কাছ থেকে ফেন্সিডিল সংগ্রহ করে বিশেষ কায়দায় লোহার ড্রামের ভেতরে কাঠের গুড়া দিয়ে ফেন্সিডিলের বোতল রেখে বহন করে। পরবর্ততে মো: নূর আলম রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লি: নামক কুরিয়ার সার্ভিসে ফেন্সিডিলের বোতল ভর্তি ড্রামকে গ্রীজের ড্রাম হিসেবে মিথ্যা তথ্য দিয়ে বুকিং করে গাজীপুর চলে আসে। গত শনিবার গাজীপুর-এর রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লি: হতে উক্ত মাল (ফেন্সিডিলের বোতল ভর্তি ড্রাম) উত্তোলনের সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় বাসন থানায় মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল