১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার

- ছবি - নয়া দিগন্ত

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। তার নাম মো: জোবায়েদ মিয়া (২৮)। এই ঘটনায় আহত হয়েছেন হেলপার ফরিদ হোসেন (১৭)।

আজ রোববার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মধুখালী উপজেলার বনমালীদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাগুরাগামী মালামাল বোঝাই করা একটি ট্রাক (যশোর -ট ১১-৫৫৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের চালক জোবায়েদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন হেলপার ফরিদ হোসেন। তাকে উদ্ধার করে স্থানীয়রা মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো: সালাউদ্দিন চৌধুরী সত্যতা স্বীকার করে বলেন, হাইওয়ে থানার পুলিশ এবং মধুখালী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি রাস্তার পাশে সরিয়ে নেয়। এবং নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement