আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ২৬ এপ্রিল ২০২৪, ১৩:০৯
ঢাকার আশুলিয়ায় বাঁশবাগান থেকে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আনজু খাতুন নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ঘাগুয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, আশুলিয়ার কাঠগড়ার নয়াপাড়া এলাকার বাঁশবাগানে নারী পোশাক কর্মীর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় একটি আইডি কার্ড দেখা গেছে। এটি কর্মস্থলের আইডি কার্ড ছিল। সেই আইডি কার্ড অনুযায়ী, নিহতের নাম আনজু খাতুন। তিনি হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।