ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৮
ফরিদপুরের ভাঙ্গায় অতি তীব্র তাপদাহ, সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে বৃষ্টি কামনায় সালাতুল ইসতিসকা আদায় ও দোয়া করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা তৌহিদি জনতার উদ্যোগে এ বিশেষ নামাজের (ইসতিসকার) আয়োজন করা হয়। নামাজে উপজেলার সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভাঙ্গা পৌর জামাতের নায়েবে আমির এবং তারাইল আলিম মাদরাসার প্রভাষক মো: আনোয়ার হোসেন এই নামাজ আদায় এবং মুনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন ভাঙ্গা উপজেলা জামায়াতের সভাপতি ডাক্তার মো: এনায়েত হোসেন, ক্বারী আব্দুল মতিন, মোহাজ্জিন ভাঙ্গা বাজার মসজিদ, মাওলানা মো: মহিউদ্দিন সহকারী সুপার বড়দিয়া আলিম মাদরাসা।
ইসতিসকার নামাজে ইমামতি করেন ভাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মো: আনোয়ার হোসেন। নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা