রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর
২৩ ও ২৪ দুই দিনের কর্মসূচি- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৫৪
সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজার সামনে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে দোষীদের শাস্তি ও সম্মানজন ক্ষতিপূরণের দাবি এবং মৃতদের স্মরণ জীবিতদের জন্য লড়াইয়ের আহবান নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর এবং হাজারো শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার (২৩ এপ্রিল) ও আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হবে এই আলোকচিত্র প্রদশর্নীর মধ্য দিয়ে। এটি উদ্বোধন করবেন আহত শ্রমিক জেসমিন। তিনি কারখানায় দুই দিন আটকা ছিলেন। প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন নিহত শ্রমিক আঁখি আক্তারের মা নাসিমা আক্তার, নিহত ফজলে রাব্বীর মা রাহেলা আক্তার, নিহত শাহীদার মা এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ট্রাজেডি বিশ্বের একটি আলোড়ন সৃষ্টিকারী শ্রমিক দুর্ঘটনা। ভয়াবহ এ ঘটনায় এক হাজার ১৩৮ জন শ্রমিক নিহত এবং দুই হাজার ৪৩৮ জন আহত অবস্থায় উদ্ধার করা হয়।