১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩

শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের মধুখালীতে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে দুলাভাইকে নৃশংসভাবে হত্যায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (২০ এপ্রিল) ভোরে তাদের ভাঙ্গা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মধুখালী উপজেলার দীঘলিয়ার মৃত জাহিদুল শেখের ছেলে মো: আশারুল শেখ (২৮), মো: ইলিয়াস শেখ (২৪) ও হারুন অর রশিদের ছেলে মো: খায়রুল শেখ (২২)।

গত ২১ মার্চ রাতে মধুখালীর হাটঘাটা এলাকার নিজামউদ্দিনকে বসত ঘরের ভেতরে ঢুকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আজিম উদ্দিন শেখ মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর গত ১৬ এপ্রিল র‌্যাবের আভিযানিক দল মামলার দুই আসামি মো: শরিফুল শেখ (২০) ও তিথি বেগমকে (৬২) গ্রেফতার করে। এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী শনিবার আরো তিন আসামিকে গ্রেফতার করা হলো।

খবরের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১০-এর কোম্পানি অধিনায়ক লে. কর্নেল কেএম শাইখ আখতার বলেন, শনিবার ভোর ৫টার দিকে র‌্যাব-১০-এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে নিজামউদ্দিন হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করে।

 


আরো সংবাদ



premium cement