ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
- ফরিদপুর প্রতিনিধি
- ১৮ এপ্রিল ২০২৪, ২০:৩৬
ফরিদপুরে মাইক্রোবাস ও মাহেন্দ্র’র (ত্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমদাদ হুসাইনের বাড়ী সদর উপজেলার ঘোড়াদাহ এলাকায়।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই শাহরিয়ার হুসাইন জানান, ফরিদপুর থেকে সালথাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরিত দিক থেকে আসা নম্বরবিহীন একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় মাহেন্দ্রর ৬ যাত্রী। আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইমদাদ হুসাইন নামের একজন মারা যান। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে গেছে।