১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৮০ লাখ টাকার মালামাল লুট

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ প্রায় ১২ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক বাজার মূল্য ৮০ লাখ টাকা লুট করে নেয় ডাকাতরা।

বৃহস্পতিবার ভোরে জালকুড়ি তালতলা এলাকায় নৌ-বাহিনীর সাবেক অফিসার মরহুম আব্দুল মান্নান দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় বাড়িতে ঢুকে বিআইডব্লিউটিএর ঠিকাদারি ব্যবসায়ী ও মরহুম আব্দুল মান্নানের ছেলে রায়হান উদ্দিন দেওয়ান ওরফে মুন্না দেওয়ান (৪৫), তার স্ত্রী সোহানা দেওয়ান (৩৫) ও মুন্নার মা রাশিদা আক্তারকে (৭৫) বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে এই ঘটনা ঘটায় ডাকাতেরা।

মুন্না দেওয়ানের বোনের জামাই মিজান জানান, ‘রাত পৌনে ৪টার দিকে গ্রিল কেটে ডাকাত বাসার ভেতরে ঢোকে। ভেতরে চারজন ছিল, বাহিরে আরো ডাকাত ছিল কি-না জানি না। দোতলায় আমার শ্যালক থাকেন, তিনি তার বৌ ও ছোট বাচ্চা ছিল। সেখানে গিয়ে ডাকছিল আপনি কী লিটন দেওয়ান। এটা শুনে তিনি লাফ দিয়ে ওঠেন। পরে তারা তাকে বেঁধে ফেলে এবং তার স্ত্রীর গহনা খুলে নেয় এবং আলমারি থেকে টাকা, গহনা সব নিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘সব মিলিয়ে ১১ থেকে ১২ লাখ টাকা হবে। নগদই ১০ লাখ টাকা ছিল। স্বর্নলঙ্কার প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মতো ছিল।’

মিজান আরে বলেন, ‘ওরা প্রথমে দোতলায় ডাকাতি করে। পরে সেখান থেকে আমার শ্যালককে নিয়ে নিচ তলায় যায়। সেখানে গিয়ে আমার শাশুড়িকে ডাকলে তিনি দরজা খুলেন। দরজা খোলার পরেই আমার শাশুড়িকে আটকে সব নিয়ে নেয়।’

তিনি আরো বলেন, ‘রাতে পৌনে ৪টার দিকে ডাকাত দল আসে। প্রায় ৪০ মিনিটের মধ্যে ডাকাতির ঘটনাটি ঘটে। আজানের আগ দিয়ে বের হয়ে যায়।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ‘গ্রিল কেটে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির মালামাল উদ্ধার ও ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।


আরো সংবাদ



premium cement

সকল