১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে শিশুর মৃত্যু

লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে রাজদ্বীপ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মহাষ্টমীর স্নানোৎসবের দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ৪ নম্বর অন্নপূর্ণা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

রাজদ্বীপ চট্টগ্রাম জেলার পটিয়া থানার বুদ্ধুরা বেলমাইন গ্রামের উজ্জ্বল দাসের ছেলে। পরিবারের সাথে সে লাঙ্গলবন্দের ঐতিহাসিক এই স্নানোৎসবে এসেছিল।

তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

পুলিশ জানিয়েছে, শিশু রাজদ্বীপ মঙ্গলবার তার মা, নানি ও বোনের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার নিখোঁজের বিষটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা অন্নপূর্ণা ঘাটে অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় রাজদ্বীপকে উদ্ধার করেন। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে দেশ-বিদেশের ১০ লাখের অধিক পুণ্যার্থীর অংশগ্রহণে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর দুই দিনব্যাপী স্নানোৎসব হয়। সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে তিথির লগ্ন শুরু হয়। শেষ হয় আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫৪ মিনিটে।


আরো সংবাদ



premium cement