১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাভারে সাজ্জাদ হত্যার প্রধান আসামি ক্রিম আলামিন গ্রেফতার

সাভারে সাজ্জাদ হত্যার প্রধান আসামি ক্রিম আলামিন গ্রেফতার - প্রতীকী ছবি

সাভারে ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (২২) হত্যা মামলার প্রধান আসামী আলামিন ওরফে ক্রিম আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী। এর আগে, রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত একটি ধারালো সুইস গিয়ার উদ্ধার করেছে পুলিশ।

সাজ্জাদ হোসেন পেশায় ফার্নিচার দোকানের রংমিস্ত্রি ছিলেন।

আলামিন দীর্ঘদিন যাবত ছিনতাইসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত থেকে অবৈধ উপায়ে সাভারের শপিং কমপ্লেক্সগুলোতে কসমেটিকসের দোকানে বিভিন্ন ব্যান্ডের নকল ক্রিম সাপ্লাই দিয়ে আসছিল। এর আগে শুক্রবার ঈদের দ্বিতীয় দিন (১২ এপ্রিল) রাত ১১ টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর কোটবাড়ি-আড়াপাড়া বালির মাঠে ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন নিহত হয়। পরদিন নিহতের বাবা শাহিনুর ইসলাম শাহীন ওরফে নুরা সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

আসামিরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার টাংগের বাজার বাগুয়ান গ্রামের জালাল বাবুর্চির ছেলে মো: আলামিন ওরফে ক্রিম আলামিন (১৯), সাভার পৌরসভার সবুজবাগ এলাকার সরোয়ার হোসেন ভান্ডারীর ছেলে মো: স্বপন ওরফে দস্যু স্বপন(২৮), কোটবাড়ী এলাকার সাজু হোসেনের ছেলে মো: রাব্বি ওরফে মুরগি রাব্বি (১৯) ও মো: ইয়াছিন(২০)।

এছাড়াও অজ্ঞাত আরো তিনজনকে মামলার আসামি করা হয়। এদের মধ্যে সাভার মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় দস্যু স্বপনের বিরুদ্ধে আরো ৫টি মামলার তথ্য দিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, নিহত সাজ্জাদ হোসেন সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় কফিল উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় একটি ফার্নিচারের দোকানে রংমিস্ত্রির কাজ করতেন। গত ১২ এপ্রিল ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৯ টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর কোটবাড়ি-আড়াপাড়া বালির মাঠ এলাকায় নিহত সাজ্জাদ হোসেন তার বন্ধু আলামিন, পারভেজ, রায়হান, মাসুদ, বাপ্পীমিয়া সহ স্থানীয় কয়েকজনের সাথে গল্প করছিল। তাদের পাশ দিয়ে আলামিন ওরফে ক্রিম আলামিন তার সহযোগী রাব্বি ওরফে মুরগি রাব্বিসহ রিক্সাযোগে যাচ্ছিল। এ সময় তারা সাজ্জাদ সঙ্গীদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। পরে তাদের দুজনের কাছে একটি ছুরি পাওয়া গেলে নিহত সাজ্জাদ সঙ্গীয়দের কাছে ক্ষমা চেয়ে আলামিন ও রাব্বি ঘটনাস্থল ত্যাগ করে। এর দেড়ঘণ্টা পর ওই এলাকার পেশাদার অপরাধী দস্যু স্বপনের নেতৃত্বে পুনরায় ক্রিম আলামিন, মুরগি রাব্বি, ইয়াছিনসহ আরো ২/৩ জন ঘটনাস্থলে আসে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সাজ্জাদকে ধারালো সুইচ গিয়ার দিয়ে ছুরিকাঘাত করে তারা সবাই পালিয়ে যায়। পরে দ্রুত উদ্ধার করে সাজ্জাদকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরো জানায়, নিহত সাজ্জাদ হোসেন সাভার এলাকার ৮ নম্বর ওয়ার্ডের রাজাশনের আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তারকে (২১) ছয় বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে সিদরাতুল মুনতাহা সাফা (৫) নামে একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের শ্বশুরবাড়ি চাঁদপুর জেলার মতলব থানার অলিপুর গ্রামে। পারিবারিক কলহের জেরে তাদের ২ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়।

সংবাদ সম্মেলনে এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

সকল