পদ্মায় গোসলে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ এপ্রিল ২০২৪, ২০:৫৪, আপডেট: ১২ এপ্রিল ২০২৪, ২২:২০
মুন্সিগঞ্জে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকাই এই ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের রিয়াদ আহমেদ রাজু (৪৫), তার ছেলে রিয়াদ রামিন আরিদ (২০) ও জুয়েল (৪০) নামে এক যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়ে বেশ কয়েকজন গোসল করতে নামেন। পরে বাবা-ছেলেসহ তিনজন নদীর স্রোতের তোড়ে ভেসে যান।
দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলের দিকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে। ডুবুরি দলকে তলব করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা