১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পদ্মায় গোসলে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

পদ্মায় গোসলে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩ -

মুন্সিগঞ্জে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকাই এই ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের রিয়াদ আহমেদ রাজু (৪৫), তার ছেলে রিয়াদ রামিন আরিদ (২০) ও জুয়েল (৪০) নামে এক যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়ে বেশ কয়েকজন গোসল করতে নামেন। পরে বাবা-ছেলেসহ তিনজন নদীর স্রোতের তোড়ে ভেসে যান।

দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলের দিকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে। ডুবুরি দলকে তলব করা হয়েছে।


আরো সংবাদ



premium cement