১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টঙ্গীতে কিশোরী গণধর্ষণ : পলাতক আসামি গ্রেফতার

সিফাত উল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে বাড়ির ছাদে নিয়ে মুখ চেপে ধরে এক কিশোরীকে (১৭) গণধর্ষণ করেছে কয়েক যুবক। এ ঘটনায় পলাতক প্রধান আসামিকে শহরের সদর থানার জোড়পুকুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সদস্যরা।

মঙ্গলবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা।

গ্রেফতারকৃতের নাম- সিফাত উল্লাহ (২০)। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে।

পারভেজ রানা জানান, ভিকটিম নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি তার বাবা-মার সাথে টঙ্গী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত ৩১ মার্চ রাত সোয়া ৯টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে টঙ্গী পশ্চিম থানার ২৭ পূর্বপাড়া এলাকার সালাউদ্দিনের দ্বিতীয় তলার ভাড়া বাসার ছাদের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে আসামিরা ভিকটিমের মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায় এবং জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে। ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে থাকে।

এ ঘটনায় ভিকটিমের বাবা ১ এপ্রিল টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

চাঞ্চ্যল্যকর এ ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারে র‌্যাব-১-এর ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হয়ে সোমবার (৮ এপ্রিল) বিকেলে গাজীপুর মহানগরের জোড়পুকুর (জেসমিন রেস্টুরেন্ট অ্যান্ড জিলাপি হাউজের সামনে) থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

তিনি আরো জানান, অপর আসামি সাব্বির মাহমুদ (২০) ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানা এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement