১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের ঈদুল ফিতরের শুভেচ্ছা - ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মুহাম্মদ আবদুল জব্বার এবং নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এক যৌথ বিবৃতি প্রদান করেন।

পবিত্র সিয়াম সাধনার রমাদান মাসে কোরআনের আলোকে জীবন পরিচালনার যে শিক্ষা আমাদের দেয়া হয়েছে, তা বাস্তবায়নের আহ্বান জানিয়ে নগরবাসীর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নেতৃদ্বয় বলেন, ঈদের আনন্দ বয়ে যাক প্রতিটি ঘরে।

এ ঈদ মানুষে মানুষে সকল ভেদাভেদ, হিংসা-বিভেদ ভুলে গিয়ে উঁচুনিচুর মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করবে। সিয়াম সাধনার মাসে যাবতীয় পাপাচার থেকে নিজের নফস ও প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে নিজেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলাই রমজানের অন্যতম শিক্ষা। সে শিক্ষার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহ বাকি ১১টি মাস সত্য ও সুন্দরের পথে অবিচল থাকার শপথ গ্রহণ করে থাকে।

নেতৃবৃন্দ বলেন, কোরআনে আল্লাহ তা’য়ালা মাহে রমজানের সিয়াম পালনকে আমাদের জন্য ফরজ করেছেন। পূর্ণ মর্যাদা ও তাকওয়ার সাথে হক আদায় করে মাসব্যাপী সিয়াম পালনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনই ছিলো সমগ্র মুসলমানদের একমাত্র লক্ষ্য। আজ বাংলাদেশসহ বিশ্বের মুসলমানেরা এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশেষকরে ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা সংগ্রাম ও গাজায় মানবতা ভূলণ্ঠিত। বিশ্ব নেতৃবৃন্দকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং তাদের পূর্ণ-স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান করছি।

চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দলীয় লোকদের সিন্ডিকেটের কারণে সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

পরিবহন সেক্টরে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করছে, যার ফলে দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে তারা যেনো পথে পথে হয়রানির শিকার না হন, দেশের মানুষ যেন স্বাচ্ছন্দে নিরাপদ যাত্রা করতে পারেন, আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে অন্যায়ভাবে গ্রেফতার সকল রাজবন্দী ও আলেম-ওলামাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল