১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ প্রশ্নে আমাদের বিজয়ী হতেই হবে: বাবুল

বক্তব্য রাখছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল - ছবি : নয়া দিগন্ত

কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শুধু বিএনপিই নয়, গোটা বাংলাদেশ আজ সঙ্কটে। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা বিজয়ী হতে পারিনি তাই বলে আমরা বিজয়ী হবো না তা বলতে পারবে না। বাংলাদেশ প্রশ্নে আমাদের বিজয়ী হতেই হবে।

রোববার (৭ মার্চ) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং প্রান্তিক কৃষক ও কারামুক্ত নেতাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় তিনি একথা বলেন।

মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি ও জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।

মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন প্রমুখ।
সভায় কৃষকদলের কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সঙ্কট থেকে দেশকে রক্ষার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল