১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডাসারে ট্রলার মেরমত করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শহিদুল মাতুব্বর - ছবি : সংগৃহীত

মাদারীপুরের ডাসারে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল মাতুব্বর (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই দুলাল মাতুব্বর জানান, আমার বড় ভাই শহিদুল বাড়িতে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করতে গেলে তিনি বিদুৎস্পৃষ্ট হয়। এ সময় আমাদের প্রতিবেশী আইয়ুব আলী খান দেখতে পেয়ে তার চিৎকারে আমার বড় ভাইয়ের স্ত্রী ছুটে এসে মেইন সুইজ বন্ধ করেন। আমার ভাইকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement