১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আশুলিয়ায় দুই কোটি টাকার নকল স্ট্যাম্পসহ গ্রেফতার ২

আশুলিয়ায় দুই কোটি টাকার নকল স্ট্যাম্পসহ গ্রেফতার ২ - ছবি : নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ার রফতানিকারক শিল্প প্রতিষ্ঠানকে টার্গেট করে নকল রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিল একটি চক্র। বিভিন্ন কারখানায় ইতোমধ্যে বেশ কিছু স্ট্যাম্প বিক্রিও করেছে চক্রটি। ২ কোটি টাকার নকল স্ট্যাম্পসহ এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোবার (৭ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহিল কাফী। সংবাদ সম্মেলন শেষে ৫ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল ও গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো: আসিফ ইকবাল (৩৮) ও মো: জুয়েল মোল্লা (৪২)।

প্রাথমিক ভাবে জানা গেছে, তারা প্রিন্টিং প্রেসের কাজে পারদর্শী। তাদের কাছ থেকে ১০ টাকা মূল্যের ১৫ হাজার ৮০০ পিস যার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা ও ৫০০ টাকার ৪০ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্প যার মূল্য ২ কোটি টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, একটি শিল্প কারখানায় নকল স্ট্যাম্প কেনা-বেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আসিফ ইকবালকে ও তার দেয়া তথ্য মতে পরে জুয়েল মোল্লাকে গ্রেফতার করা হয়। তাদের সাথে জড়িত আরেক আসামি এখনো পলাতক আছে। তাদের বিরুদ্ধে মামলা করেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহিল কাফী বলেন, সাভার-আশুলিয়া শিল্প এলাকা। প্রচুর রফতানিকারক প্রতিষ্ঠান আছে এখানে। আর রফতানি করার সময় ৫০০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগে। চক্রটি ৫০০ টাকার স্ট্যাম্প তৈরি করে সে সকল প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করার টার্গেট নিয়েছিল। এছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে বেতনের সময় ১০ টাকার স্ট্যাম্প ব্যবহৃত হয়। তারা ১০ টাকার স্ট্যাম্পও নকল করেছে। চক্রটি বেশ কিছু কারখানায় ইতিমধ্যে নকল স্ট্যাম্প সরবরাহ করেছে। এতে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব হারিয়েছে।


আরো সংবাদ



premium cement