রাজবাড়ীতে জাকাতের কাপড় আনতে গিয়ে বৃদ্ধার মৃত্য, আটক ১
- রাজবাড়ী প্রতিনিধি
- ০৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৬
রাজবাড়ী জেলা শহরের ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের কাপড় আনতে গিয়ে সামিরুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্য হয়েছে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য যাকাতদাতা দেলোয়ারকে আটক করেছে।
রোববার বেলা ১১টার দিকে মো: দেলোয়ার হোসেন ভবানীপুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
বৃদ্ধার বিস্তারিত পরিচয় জানা যায়নি, তার বাড়ি দাদশী ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে মো: দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের কাপড় আনতে যায় কয়েক হাজার দুঃস্থ ও অসহায় মানুষ। লাইনে দাঁড় করিয়ে কাপড় বিতরণ কার্যক্রম চলাকালে কাপড় প্রত্যাশীরা হুরোহুরি ও ধাক্কা ধাক্কি শুরু করলে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইফতেখায়রুল আলম প্রধান জানান, স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ ওই বৃদ্ধাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা