ভৈরবে ট্রেনের ধাক্কায় নিহত
- ভৈরব প্রতিনিধি
- ০৬ এপ্রিল ২০২৪, ১৭:৩০
ভৈরবে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মনমারা এলাকা থেকে অজ্ঞাত নামা (৩৫) এই ব্যক্তির লাশ উদ্ধার করে ভৈরব রেলত্তয়ে থানার পুলিশ। তার পরনে একটি নীল ও বেগুনি কালারের লুঙ্গি ছিল।
পুলিশের ধারণা, সকালে পাশের হরিজন পল্লী থেকে মদ খেয়ে রেললাইন পার হওয়ার কোনে এক সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
জানা যায়, সকালে ভৈরব রেলওয়ের মনমরা রেলসেতু ও মেঘনা রেলসেতুর মধ্যবর্তী এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে রেলত্তয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে রেলওয়ে ভৈরব রেলত্তয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসা হয়।
রেলওয়ে পুলিশ উপ-পরিদর্শক নয়ন সরকার জানান, এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করি। তার শরীর মাথায় আঘাত থাকায় এবং পাশেই হরিজন পল্লীর অবস্থান থেকে মনে হচ্ছে মদ খেয়ে রেললাইন পার হত্তয়ার সময় তিনি যেকোনো ট্রেনের ধাক্কায় মারা যান। তার কোনো পরিচয় শনাক্তকরণে পিবিআইকে সংবাদ দেয়া হয়েছে। তারা ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ শেষে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ভৈরব রেলত্তয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা