১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে লাখ টাকার হেরোইনেরসহ যুবক গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ১০ লাখ টাকার হেরোইনসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে তাকে জেলা কারাগারের স্টাফ কোয়ার্টারের বাউন্ডারি-সংলগ্ন মুজিব সড়ক থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই ব্যক্তির নাম সজীব শেখ (২১)। তিনি রাজবাড়ির গোয়ালন্দের সোহরাব মণ্ডল পাড়ার মো: লাল মিয়া শেখের ছেলে।

সূত্রে জানা গেছে, সাম্প্রতিককালে গোয়ালন্দ পতিতাপল্লী এলাকার এক মাদককারবারির মাধ্যমে হেরোইনের চালান ঢুকছিল ফরিদপুর শহরে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সজিব শেখকে আটকের পর তার প্যান্ট তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা

তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো: আতাউর রহমান কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতে হাজির করা হবে।


আরো সংবাদ



premium cement