কালীগঞ্জে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন, বাবা আটক
- কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
- ০৩ এপ্রিল ২০২৪, ১৬:১১
কালীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ এপ্রিল) উপজেলার জামালপুর গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার বাগমার (২৫) জামালপুর এলাকার রশিদ বাগমারের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কাউসার বাগমার বছর খানেক আগে প্রবাস থেকে দেশে আসার পর হতেই মাদকাসক্ত হয়। মাদক সেবনের জন্য টাকার প্রয়োজন হলেই বাড়িতে ভাঙচুর চালায় ও বাবা-মায়ের ওপর নির্যাতন শুরু করত। তার এরকম কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় কাউসারকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাবা রশিদ বাগমার। রশিদ বাগমার তিন ছেলে ও এক মেয়ের বাবা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রশিদ বাগমারকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল গাজীপুরে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা