১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে হাত-পা ও মুখ বেঁধে প্রবাসীর স্ত্রীকে খুন

গাজীপুরে হাত-পা ও মুখ বেঁধে প্রবাসীর স্ত্রীকে খুন - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের কাপাসিয়ায় হাত-পা ও মুখ বেঁধে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম শাহনাজ বেগম শিমু (৩৮)। তিনি দক্ষিণ কোরিয়া প্রবাসী গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রামে মোশারফ হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনেরা জানান, কাপাসিয়ার পূর্ব ভিটিপাড়া এলাকার মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় চাকরি করেন। স্বামীর অবর্তমানে শাহনাজ বেগম শিমু একাই স্বামীর বাড়িতে বসবাস করতেন। এ দম্পত্তির কোনো সন্তানাদি নেই।

তারা আরো জানান, প্রতিদিনের মতো সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে একাই ওই ঘরে ঘুমিয়ে পড়েন শিমু। পরদিন মঙ্গলবার সকালে শিমু ঘুম থেকে না উঠায় স্বজনেরা ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করে খাটের ওপরে শিমুর লাশ দেখতে পান। তার হাত-পা রশি দিয়ে এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এছাড়াও তার মুখের দুটি দাঁত ভাঙ্গা ছিল।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় ঘরের আসবাব পত্র, আলমারির মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা রান্না ঘরের টিন কেটে প্রবাসীর স্ত্রীর কক্ষে প্রবেশ করে। পরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ সময় ধস্তাধস্তি করতে গিয়ে তার দুটি দাঁত ভেঙ্গে গেছে। পরে লাশ ফেলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি চুরি-ডাকাতির নাকি অন্য কোনো ঘটনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গেপাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল