জাতীয় বিশ্ববিদ্যালয় : অভিযুক্ত বড় মনিরকে অপসারণ
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ০১ এপ্রিল ২০২৪, ১৯:২৪
নৈতিক স্খলন, কলেজ শিক্ষার্থীর সাথে অসদাচারণ ও ধষর্ণের অভিযোগ উত্থাপিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টাঙ্গাইলের লোকমান ফকির মহিলা কলেজের সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরকে তার পদ থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বড় মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি
অভিযুক্ত বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির বড় ভাই ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি
সভাপতি পদে তার মনোনয়ন বাতিল করে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, এডহক কমিটির মেয়াদ হবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো: আতাউর রহমান সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।