ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ২৮ মার্চ ২০২৪, ২০:৪৫
ফতুল্লা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মাসুমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আযম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, এম এ হোসাইন সাঈদ, মোবারক হোসেন হান্না চৌধুরী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফায়জুল ইসলাম, সামাজ সেবক শাহীন আউয়াল, ফতুল্লা রিপোর্টর্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মো: সোহেল, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন, সেলিম মুন্সী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দফতর সম্পাদক বদিউজ্জামান, মো: সেলিম, মাসুদ আলী, রাকিব চৌধুরী শিশির, সোহেল রানা, আরিফ হোসেন, জসিম উদ্দিন, সুমন প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে প্রেস ক্লাবের মৃত ও অসুস্থ সদস্যদের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইকবাল হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা