১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ - নয়া দিগন্ত

ঢাকার ধামরাই উপজেলার পৌর এলাকায় গ্যাস সিলেন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধামরাই পৌরসভার মোকামটোলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন নুরুল ইসলাম নান্নু মিয়া (৬২), তার স্ত্রী সুফিয়া (৪৬), মেয়ে সাথী (২১) ও ছেলে সোহাগ (১৮)।

জানা গেছে, মোকামটোলা মহল্লায় ইতালি প্রবাসী ইব্রাহিমের মালিকানাধীন পাচঁতলা ভবনের নিচতলায় গ্যাস সিলেন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ভবনের অন্যান্য ভাড়াটিয়া ও ভবন মালিকের আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আসেন। তবে এর আগেই ভাড়াটিয়া নুরুল ইসলাম নান্নু মিয়াসহ তার পরিবারের চারজন দগ্ধ হন। তাদের প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘরে সিলিন্ডার গ্যাসের চুলায় বা লাইনে লিকেজের কারণে জমানো গ্যাস থাকায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণ হয়ে আগুন ধরে এ ঘটনা ঘটতে পারে।

এতে দগ্ধ সোফিয়া জানান, তিনি সেহরির খাবার রান্না করার সময় চুলার অটো সুইচ দেয়ার সাথে সাথেই ঘরে আগুন ধরে যায়।


আরো সংবাদ



premium cement