০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


নামাজ পড়ে ফেরার পথে কৃষককে গলা কেটে হত্যা

নামাজ পড়ে ফেরার পথে কৃষককে গলা কেটে হত্যা - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মোকুড়ী গ্রামে মো: খলিল শেখ (৬০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ৮টার দিকে চর মৌকুড়ী এলাকায় নিহতের নিজ কলা বাগানে লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের জামাই ফরহাদ সরদার জানান, তার শ্বশুর চর মৌকুড়ী গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। রাত সাড়ে ৭টার দিকে এলাকার মসজিদ থেকে এশারের নামাজ শেষে অনেকেই তাকে বের হতে দেখেছেন বলে জানা গেছে। রাত ৮টার দিকে সাব্বির (১৪) নামে একটি ছেলে রাস্তা দিয়ে আসার সময় দেখেন কলা বাগানে কেউ শুয়ে আছে। এ সময় তিনি মোবাইলের লাইটে দেখেন একজন লোক গলাকাটা অবস্থায় পড়ে আছে। তারপর তার চিৎকারে লোকজন এগিয়ে এসে দেখতে পায় খলিল শেখ গলাকাটা অবস্থায় পড়ে আছেন।

তিনি আরো বলেন, তার শ্বশুরের সাথে এলাকার কারো কোনো বিরোধ ছিল না। তিনি এলাকার খুবই নরম স্বভাবের একজন লোক ছিলেন। কৃষি কাজ করতেন তিনি।

গোয়ালন্দ ঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি খলিল একজন নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তার কোনো শত্রু ছিল না। এমন একজন মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে পুলিশ দ্রুতই জড়িতদের গ্রেফতার করবে।

তিনি আরো বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।

দেখুন:

আরো সংবাদ



premium cement