১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বালিয়াকান্দিতে পূর্ব বিরোধ : দম্পতিকে মারধর, মালামাল লুটপাট

-

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামে স্বামী-স্ত্রীকে মারধরের পর শুক্রবার ভোরে বসতবাড়িতে লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ মমতাজ বেগম।

মমতাজ বেগম বলেন, আমার বাবা লিয়াকত শেখ তিন বছর আগে মারা গেছেন। কোনো ভাই না থাকায় বাবার জমিজমার ভোগদখল করে আসছি আমি। সম্প্রতি জমির কাগজপত্র উত্তোলন করার পর বিরোধের সৃষ্টি হয়। গত ১২ এপ্রিল আমাকে ও আমার স্বামী নুরুল ইসলামকে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি, যা তদান্তাধীন রয়েছে।

তিনি আরো বলেন, আমি স্বামীর বাড়ি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ীতে থাকার কারণে শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে নজরুল ইসলাম, সামাদ শেখ, আজিজাল শেখ, আলমগীর শেখ, জাহাঙ্গীর শেখ, মিজানুর রহমান মিঠু, এনামুল হক মোস্ত, কবির শেখ, ইবাদত শেখ ও নিয়ামত শেখসহ আরো কয়েকজন আমার পৈতৃক বসতবাড়িতে প্রবেশ করে ঘরের বেড়া কেটে ঘরে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে আমরা বাড়িতে গেলে মেরে নদীতে ভাসিয়ে দিবে।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement