২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নান্দাইলে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমণ, দিশেহারা চাষি

নান্দাইলে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমণ, দিশেহারা চাষি - ছবি : নয়া দিগন্ত

বাম্পার ফলনের আশায় চলতি মৌসুমে বর্গা নিয়ে ১ হেক্টর জমিতে আমনের চাষ করেছেন কৃষক আ: রশিদ। এ বছর আবহাওয়া অনুকূল থাকায় আমন ধানের ফলনও ভালো হবে বলে আশা ছিল তার। কিন্তু আনন্দের মাঝে কাল হয়ে দাঁড়াল ইঁদুর। জমিতে পানি থাকা অবস্থাও ইঁদুরের আক্রমণে করে নষ্ট করে দিয়েছে ফসল। দিশেহারা হয়ে জমিতে লাল কাপড়ের নিশান, কঞ্চি, ইঁদুরের ওষুধ দিলেও তেমন কোনো ফল হচ্ছে না।

অসহায় হয়ে প্রতিদিন সকালে আমন ধানের ক্ষেত থেকে ইঁদুরে কাটা ফসল গরুর খাবারের জন্য তুলে নিয়ে আসছে।

জানা যায়, এবছর চলতি মৌসুমে নান্দাইল উপজেলা ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২২ হাজার ৩৬৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।

উপজেলার মোয়াজ্জেমপুর, বীর বেতাগৈর, চর বেতাগৈর, শেরপুর, নান্দাইল, চন্ডীপাশা ইউনিয়ন ঘুরে দেখা যায় আমন ধানের ব্যাপক ক্ষতি সাধন করছে ইঁদুর। ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতির সম্ভবনা। প্রতিকারের আশায় অসহায় হয়ে ঘুরছে বিভিন্ন ওষুধের দোকানে। কিন্তু ইঁদুর ধমনে পাচ্ছেন না কোনো প্রতিকার।

মোয়াজ্জেমপুর গ্রামের কৃষক ফরহাদ হোসেন খান বাবু জানান, কৃষকরা ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ট। জমির ফসল সব নষ্ট করে দিয়েছে। জমিতে শুধু ঢেডা আছে। ইঁদুর ধমন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

নান্দাইল উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ জানান, কীভাবে ইঁদুর দমণ করা যায় সে ব্যাপারে সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে মাঠ পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্যাম্পেইন করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement

সকল