১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রাস্তার ১৫ হাজার ইট তুলে বিক্রি করে দিয়েছেন ইউপি সদস্য!

রাস্তার ১৫ হাজার ইট তুলে বিক্রি করে দিয়েছেন ইউপি সদস্য! - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার পুরাতন ইট তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. দেলোয়ার হোসেন দুলাল। তিনি উপজেলার ফুকুরহাটি ইউপির ৯নং ওয়ার্ড সদস্য।

জানা যায়, উপজেলার জান্না পিআইও ব্রীজের কাছে হতে জান্না খালাসীপাড়া হয়ে ধানকোড়া ইউপি পযর্ন্ত এক কিলোমিটার (এইচবিবি) প্রকল্পের আওতায় রাস্তায় কাজের পুরাতন ১৫ হাজার ইট রাতের আধারে ওয়ার্ড সদস্য মোঃ দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে কলোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্প ২০১৯-২০২০ অর্থ বছরের জান্না পিআইও ব্রীজের নিকট হতে জান্না খালাসীপাড়া হয়ে ধানকোড়া ইউপি পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের এক হাজার মিটার কাজের রাস্তার নির্মাণ করা হয়। এ রাস্তার পুরাতন ইট স্থানীয় চেয়ারম্যানের যোগসাজসে ওয়ার্ড সদস্য মো. দেলোয়ার হোসেন ১৫ হাজার ইটের মধ্যে ৬ হাজার ইট দু’জন ক্রেতার কাছে বিক্রি করেছেন। এর মধ্যে উপজেলার আলী নগর গ্রামের মো. বাবুল হোসেনের কাছে ৩ হাজার ও জান্না উত্তর পাড়া গ্রামের কালু মিয়ার কাছে ৩ হাজার ইট বিক্রি করেছে ওই ইউপি সদস্য। বাকী ৯ হাজার ইটের কোন সন্ধান পাওয়া যায়নি।

ইট বিক্রির কথা স্বীকার করে ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিনের পরামর্শে ওই ইটগুলো বিক্রি করা হয়েছে।

এ ব্যাপারে ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. শাহরিয়ার মাহমুদ রঞ্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান

সকল