১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


কলা বিক্রেতার ছদ্মবেশে আসামি গ্রেফতার করল পুলিশ

আসামি গোলজার হোসেন - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ কলা বিক্রেতা সেজে স্ত্রী হত্যা মামলার আসামি গোলজার হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে ঢাকার মিরপুরের মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোলজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামের অহিদ মিয়ার ছেলে এবং তার স্ত্রী নিহত রুনা আক্তার (২৭) কল্যন্দী গ্রামের মৃত কালু মিয়ার মেয়ে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশাদুর রহমান জানান, গতবছর ১৬ ডিসেম্বর গোলজার তার স্ত্রী রুনাকে ছোট বিনাইরচর গ্রামের জুলহাসের ভাড়াটিয়া বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। পরে রুনা আত্মহত্যা করছে বলে প্রচার করে লাশ দাফনের প্রস্তুতি নিতে থাকে। এরই মাঝে পুলিশ গোপনে খবর পেয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ময়নাতদন্ত রিপোর্টে ১০ ফেব্রুয়ারি পুলিশ জানতে পারে নিহত রুনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপরই ১৭ ডিসেম্বরের অপমৃত্যুর মামলাকে দুই মাস পর শনিবার হত্যা মামলায় রুজু করা হয়।

এদিকে, গোলজারের মোবাইল ও ফেসবুক ট্র্যাকিং করে পুলিশ জানতে পারে, সে ঢাকা ক্যান্টেনম্যান্ট মাটিকাটা এলাকায় কলা বিক্রি করছে। তাকে গ্রেফতার করতে শনিবার পুলিশও কলা বিক্রেতার ছদ্মবেশে নেয় ও তাকে গ্রেফতার করে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

দেখুন:

আরো সংবাদ



premium cement