১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মামা-ভাগিনার সংঘর্ষে আহত ৬

মামা-ভাগিনার সংঘর্ষে আহত ৬ -

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মামা-ভাগিনার মধ্যে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের চারজনসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ এলাকার মৃত. হাফিজ উদ্দিন ভুইয়ার বাড়িতে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-উপজেলার ইমামপুর ইউনিয়নের করিম খাঁ এলাকার মৃত. হাফিজ উদ্দিন ভুইয়ার ছেলে মোহাম্মদ আলী ভুইয়া (৫০), তার স্ত্রী রেজিয়া বেগম (৩৫), কালু মিয়া খাঁর ছেলে রন্টু মিয়া খাঁ (৬০), তার স্ত্রী খোদেজা বেগম (৪০), মৃত. মনিরুল ইসলাম খাঁনের ছেলে মো. মিজানুর রহমান খাঁন (৩০), তার স্ত্রী রহিমা আক্তার (২৬)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সৌদি ফেরত আপন ভাগিনাকে বিমানবন্দর থেকে আনতে মোহাম্মদ আলী একটি মাইক্রোবাস ভাড়া করেন। পরে মাইক্রোবাসের সামনে বসাকে কেন্দ্র করে ভাগিনা মিজানুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হলে মামা মোহাম্মদ আলীকে মাক্রোবাস থেকে নামিয়ে দেন তিনি।

আহত মোহাম্মদ আলী জানান, তিনি একজন সৌদি প্রবাসী। তিনি চিকিৎসার জন্য ছুটিতে বাড়িতে এসেছেন। তার মেয়ের জামাই সৌদি থেকে তার নামে পাঠানো কিছু মালামাল আনতে গেলে মিজান ও তার স্ত্রী রহিমা তার ওপরে হামলা করেন। পরে তার (মোহাম্মদ আলী) স্ত্রী, ছোট বোন ও বোন জামাই তাকে উদ্ধার করতে এলে তাদের ওপরও হামলা করা হয়।

এ বিষয়ে আহত মিজানুর রহমান জানান, তার মামা লোকজন নিয়ে পরিকল্পিত ভাবে লুটপাট করার জন্য এসেছিল। তাতে সে বাঁধা দেয়ায় তারা তার ওপর হামলা করে পালিয়ে যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, ঘটনাটি শুনেছি। আহত সকলেই গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছে। দুই পক্ষ থেকেই দুটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
কিরগিজস্তানের পরিস্থিতি শান্ত হলেও উদ্বেগজনক সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দাগনভূঞায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ উদ্বোধন ২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখনো নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি : অনুসন্ধানে ৪০ দল ৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন : বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ গণ-অর্থায়নের মাধ্যমে যেভাবে এভারেস্টের চূড়ায় বাবর আলী ৩২ দিনে ৮ বার বাড়ল স্বর্ণের দাম

সকল