১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


গোপালগঞ্জে ভারতীয় লোকসভার সদস্যকে সংবর্ধনা

গোপালগঞ্জে ভারতীয় লোকসভার সদস্যকে সংবর্ধনা - নয়া দিগন্ত

গোপালগঞ্জের কাশিয়ানীতে হিন্দু ধর্মাবলম্বী মতুয়া ভক্তদের তীর্থস্থান ওড়াকান্দিতে মতুয়া ভক্তদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী ভারতীয় লোকসভার বনগাঁ আসনের সংসদ সদস্য মতুয়াচার্য শান্তনু ঠাকুরকে সংবর্ধনা প্রদান করা হয়। শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি এ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সকাল থেকেই দেশের বিভন্ন জেলা থেকে মতুয়া ভক্তদের আগমন ঘটতে থাকে। লাল নিশান উড়িয়ে ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে ২০ সহস্রাধিক মতুয়া ভক্তের আগমনে মুখরিত হয়ে উঠে শ্রীধাম ওড়াকান্দি। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সমাবেশের উদ্বোধন করেন হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শচীপতি ঠাকুর।

মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় লোকসভার সদস্য শান্তনু ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, মতুয়া মিশনের নির্বাহী সভাপতি সুবর্ণা ঠাকুর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়াল, সাংসদের সহধর্মীনি সোমা ঠাকুর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অল-ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দ বিশ্বাস, আন্তর্জাতিক প্রচার মতুয়া মহাসংঘের মহাসচিব অধ্যক্ষ মাধব রায়, হরি-গুরচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অনন্ত মুখার্জী, সহ-সভাপতি দুলাল কৃষ্ণ মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মিন্টু বিশ্বাস ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শচীন্দ্রনাথ বিশ্বাসসহ আরো অনেকে।


আরো সংবাদ



premium cement

সকল