১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জানা-অজানা

তুলসীর ভেষজ গুণ

-

ছোট্ট বন্ধুরা,
ইতোমধ্যেই তোমরা বিভিন্ন গাছের ভেষজ গুণ সম্পর্কে জেনেছ। আজ জানবে তুলসীগাছের ভেষজ গুণ সম্পর্কে। এ গাছের পাতা ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। তুলসী কাশি উপশম করে, শ্বাসকষ্ট দূর করে। এটি অণুজীবনাশ ও কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। এ ছাড়া তুলসী কৃমিনাশ ও কোষ্ঠ পরিষ্কার করে। আজকেও তোমরা কয়েকটি কঠিন শব্দ পড়লে, তাই না? এগুলোর বানান মনে রাখবে। বুঝতে অসুবিধা হলে বড়দের সাহায্য নেবে। তুলসীর ইংরেজি কী? ইষধপশ নধংরষ.


আরো সংবাদ



premium cement