১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চী ন দে শে র রূ প ক থা

উড়ন্ত রাক্ষসী

-

(গত দিনের পর)

সন্ন্যাসীর কাছে এসে যুবকটি জিজ্ঞেস করে, ওহে মান্যবর ঋষি, এই দিকে কোনো মেয়েকে ছুটে পালাতে দেখেছেন? যার পরনে ছিল লাল কোট, মাথায় সোনালি চুল, চোখ রক্তের মতো লাল। কিন্তু পা ছিল তার খালি?
সন্ন্যাসী বললেন, ‘না না, এমন কাউকে দেখিনি আমি’। সন্ন্যাসী মিথ্যে বললেন!
যুবকটি বললেন, ওহে সন্ন্যাসী, তুমি মিথ্যে বলো না। যে মেয়েটিকে তুমি করুণা করছ, সে আসলে করুণা পাওয়ার যোগ্য নয়। সে উড়ন্ত রাক্ষসীদের একজন। মানুষের অনিষ্ট করে বেড়ায় তারা। ওদের হাজার হাজার জাত রয়েছে এই পৃথিবীতে। আমি নিজেই হত্যা করেছি হাজারখানেক উড়ন্ত রাক্ষসীকে। কিন্তু এই রাক্ষসী অত্যন্ত ধূর্ত।
(চলবে)


আরো সংবাদ



premium cement

সকল