১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বানিয়া বাশি মসজিদ

-

ইউরোপীয় দেশ বুলগেরিয়া কয়েক শ’ বছর ওসমানীয় সাম্রাজ্যের (তুরস্ক) অংশ ছিল। তুর্কি শাসনের যুগে বুলগেরিয়ায় ২৩৫৬টি মসজিদ ছিল, বর্তমানে আছে প্রায় ১৪৫৮টি।
দেশটির রাজধানী সোফিয়া ১৬ শতকে বিশেষ তুর্কি ঘরানা পায়। গড়ে ওঠে এখানে অনেক তুর্কি বসতি, বিভিন্ন ধরনের স্থাপনা ও মসজিদ। বর্তমানে এ শহরে মসজিদগুলোর একটি চালু আছে। এর নাম বানিয়া বাশি মসজিদ, যার অর্থ অনেক গোসল। মসজিদটি বুলগেরিয়ায় তুর্কি শাসনের অন্যতম নিদর্শন।
১৫৭৬ সালে এটি নির্মিত হয়। সুন্দর এ মসজিদ বিশাল গম্বুজ আর আকাশচুম্বী মিনারের জন্য বিখ্যাত। খ্যাতিমান তুর্কি স্থপতি কোকা মিমার সিনান মসজিদটির নকশা প্রণয়ন করেন। বর্তমান সোফিয়া নগরের প্রায় ১২ লাখ ৪২হাজার জনসংখ্যার মাঝে প্রায় ৯ হাজার মুসলমান। মূলত এ নগরের মুসলমান এবং কিছু বিদেশী মুসলমান পর্যটক এ মসজিদে নামাজ আদায় করেন।


আরো সংবাদ



premium cement